Education
বাঙালির রাজনীতি
বাঙালি পরাধীন ভারতকে আত্ম ত্যাগ ছাড়া আরও অনেক কিছু শিখিয়েছে - রাজনীতি , কূটনীতি ,যুদ্ধ এসব বাঙালির থেকে বহুলাংশে প্রাপ্ত হয়েছে ভারতের , কিন্তু স্বাধীনতার পরে সেই বাঙালিরাই রাজনীতির শিকার , রাষ্ট্রে ও রাজনীতিতে বাঙালি ও বাংলার ভূমিকা অগ্রগণ্য কিন্তু তাঁরা অবহেলিত , বাঙালির সরলতা ও উদারতার সাইড ইফেক্ট হিসেবে ই আমরা আজ অবহেলিত।
Read Moreশিল্পের গোড়ামি
এখনো পর্যন্ত উচ্চমানের শিল্পে কনসেপ্ট কে ই বেশি জোর ও মূল্য দেওয়া হয়েছে , কিন্তু কনসেপ্ট খুব জটিল হলে সেগুলো শুধু শিল্পী মহলে বা কিছু শিল্প বোদ্ধার কাছে ই সমাদৃত হয়ে থাকে অন্যদিকে সাধারণ মানুষের কাছে সেটা কখনো কখনো হাস্যকর ও হয়ে ওঠে । একজন শিল্পীর শিল্প কর্ম যত সাবলীল হবে ততই সাধারণ হৃদয় কে স্পর্শ করতে পারবে আর ততই সেই শিল্পের সার্থকতা ফুটে উঠবে ,শুধু সতীর্থ ই আমার শিল্প কে বুঝবে বা অনুভব করবে কিন্তু সাধারণ কেউ পারবে না তবে সেই শিল্পের গরিমা কোনো গৌরব নয় বরং একরকম গোঁড়ামি বা সীমাবদ্ধতা।
Read Moreপরকীয়তার সংক্রমণ
বিশ্বস্ত ব্যক্তি কেও তার মনে ঘুন ধরিয়ে দিতে জুড়িনেই এরকম গল্পহীন সিরিয়ালের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তবুও কিছু মেয়ে মানুষ এগুলো দেখে ,কারণ তারা উস্কানি পায়। একজন মহিলার স্বামী তার বাড়ির কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে কিনা , বাইরে অফিসে অবৈধ প্রেমে পড়েছে কিনা ,মহিলাটার ননদ বা শাশুড়ি মিলে সিরিয়ালের মতো কিছু করছে কিনা ,এসব টপিক একটা দুর্বল মনের মহিলা কে অবশ্যই আকৃষ্ট করবে। ওই মহিলার হাত থেকে টিভি- রিমোট নিতে পারবেন না ,কারণ মহিলা টি চায় নিয়ন্ত্রণ ক্ষমতা তার হাতেই থাক। আমাদের উপমহাদেশে এই রকম Women Psychology বেশি রকম পাওয়া যায় তাই এখানে এসব সিরিয়ালের বাজার বেশি। আপনি কারো নির্লজ্জতায় লজ্জা পেলেও কেউ কিন্তু আপনার পাশে থেকে দারুন উপভোগ করছে এসব সিরিয়াল। আমাদের সবার জানা - দুর্বলতার সুযোগ সবাই নেয় আর মহিলাদের দুর্বলতার সুযোগ কর্পোরেট দুনিয়া নিচ্ছে।
Read Moreঘোমটার নারী শিল্পে নগ্ন
যদি নগ্ননারীকে শিল্প বানানো যায় তবে নারীর চোখে ও পুরুষের নগ্ন শরীর একটি নিশ্চিত শিল্প ,কিন্তু এটি নিশ্চিত ভাবে এতই বিরল যে পুরুষকে কোনো শিল্পী যেন ভুল করে শিল্পে নগ্ন করেছেন ,এদিকে শিল্পে যেন নারীর নগ্নতা ই কাম্য হয়ে উঠেছে। কিন্তু যে পুরুষ সমাজ নারী কে তার ঘোমটা খুলতে পর্যন্ত দেয়না আবার সেই পুরুষ তাদের শিল্পকলায় নারীকে পোশাক পরার অধিকার টুকু যেন কেড়ে নিতে চায়।পুতুলের মতো ইচ্ছে করে পুরুষ নারীর পোশাক বদলায় কখনো আবৃত কখনো অনাবৃত কিন্তু এসব অধিকার নারীর নিজের নেই একচেটিয়া পুরুষের। বোঝা যায় মানোরঞ্জনেরজন্য পুরুষ নারীকে নগ্ন করে অথচ তাকে বাস্তবে রাখা হয় ঘোমটায় কিম্বা বোরখায় মুড়ে আর ইচ্ছে হলে ক্রীত পণ্যের মতো খুলে দেখা।
Read Moreকাকে বিশ্বাস বা ভরসা করা উচিত ?
যখন তাকে আপনি খুশি করতে পারেন না তখন সে তার খুশির জন্য আপনার গচ্ছিত ১০০ ভাগ ভরসা গুলো কে ব্যবহার করতে বা বেচতে শুরু করে দেয় যার কাছে সেগুলোর খুব দাম আছে অর্থাৎ বন্ধক সম্পদ থেকে পিনালটি কেটে নেবার মতো আর কি , একসময় আপনার ১০০ ভাগ ভরসা চলে যেতে যেতে শূন্য ভাগ হয়ে যায় তবে পিনালটি যদি না চান তাহলে কাউকে বিশ্বাস করার আগে তার চুল নখ না দেখে নিজের ক্ষমতাকে যাচাই করুন যে আপনি তাকে কতখানি তার স্বার্থ বা খুশি মেটাতে ক্ষমতা রাখেন।
Read Moreঅবিচার কখন হয় ?
সালমান শাহের যে জনপ্রয়িতা আছে সেটা ফুলের মতো পবিত্র কিন্তু ফুল গুলো বিচ্ছিন্ন রয়েছে ,ওগুলো কে গেঁথে মালা বানাতে হবে। কিন্তু প্রায় ২ যুগ ধরে সেই মালা তার পরিবার ও গাঁথে নি। পরিবারের কিছু মানুষ দেশে কিংবা বিদেশে থেকে তাদের শোকার্ত ও উত্তেজনা কিংবা আবেগময় কিছু ভাষ্য দিয়েছেন ,বলা যায় একরকমের চেঁচামেচি ,কিন্তু এতে কোনো লাভ নেই ওই পরিবারের ,তবে রাজনৈতিক পরিবার হলে এতে ভোট বাড়ানো তে লাভ হতো অর্থাৎ এতে সমর্থন ও সহানুভূতি আদায় করা যায় কিন্তু রাষ্ট্রের থেকে সুবিচার পেতে গেলে এভাবে চিৎকারে হবে না
Read MoreHealth
শিলালিপির ধারায় প্রেসক্রিপশন
যেভাবে ভাবে আদি যুগের শিলালিপির ধারায় প্রেসক্রিপশন লিখে যাচ্ছেন সেটা আধুনিক যুগে মেনে নেওয়া যায়না। এটা একরকম ইমোশনাল ব্ল্যাকমেল। কোনো কোনো প্রেসক্রিপশন তো ফার্মেসি থেকে ও উদ্ধার করা যায়না আবার তখন ডাক্তার কে এমার্জেন্সি ফোন করেও পাওয়া যায়না, হয়তো প্রেসক্রিপশন উদ্ধার করতে ফরেনসিক ল্যাবে যাবার সুযোগ করে দিচ্ছেন ওনারা। জীবনদায়ী ডাক্তারের সময়ের দাম টা মানে ফিস টা গরিব থেকে ধনী ব্যক্তির থেকে একই রকম পান ,তবে প্রেসক্রিপশন এর লেখা টা বুঝতে গেলে ,আর তাই নিয়ে দু বার মোবাইল কল করলে তো সিংহ খরগোশের মতো অবস্থা !
Read MoreReligion and Spirituality
প্রথম গুরু
মাতা পিতা হয়ে গেলে সন্তানের প্রথম ও সব থেকে বড় গুরু হতে হয় ,এটা যেমন অপূর্ব গরিমা তেমনি হস্তান্তরযোগ্যহীন এক গুরু দায়িত্ব। অর্থাৎ আত্মা এর বিকাশ ও লালনের এর গুরু দায়িত্ব আমরা ভগবানের কাছ থেকে যেচে নিলাম। হে ভগবান, আমাকে একটি সু- সন্তান দিয়ে মাতা বা পিতা ডাক শুনবার সৌভাগ্য করে দিন। এর অর্থ হলো এক আত্মাকে আমার জিম্মায় নিলাম ,আর যদি আমি সেই আত্মার হেফাজত করতে না পারি অর্থাৎ আমার সন্তান কে সংস্কার দিয়ে তার আত্মোন্নয়ন না করতে পারি তবে তার শাস্তি মা বাবা কে ও পেতে হয়। সন্তানের প্রথম গুরু দেব হয়ে যদি ভুল করি তবে তার প্রভাব মাতা পিতার পর পড়বেই , ভগবানের থেকে ও বড় হলো সত্য। সত্য সূর্য সবাইকে সমান ভাবে দেখেন।
Read Moreলাস্ট জার্নি
কিন্তু এটা কে সংসারী মানুষ ভয় পায় ,একাকিত্ব কে দুঃখ বা শোক বা বিরহ রূপে দেখে এর থেকে পালিয়ে মোহময় জন্মান্তর লাভ করে। অন্যদিকে যোগী ও বিরাগী একাকিত্বের খোঁজে নির্জনতা কে স্বর্গীয় কিংবা মহানন্দ অনুভব করে। যোগী যোগ করতে চায় সেই এক কে ( সৃষ্টিকর্তা ) আর সংসারী বিয়োগ করতে চায় একাকিত্ব কে অর্থাৎ এক ( সৃষ্টিকর্তা ) কে।
Read Moreবুদ্ধ ও শ্রী হরি চাঁদ
উনি গোলকের সেই সত্য যুগের হরি কিনা ,কিংবা দ্বাপরের কৃষ্ণ কিনা ,রাম কিনা ,পূর্ণ নাকি অর্ধেক ব্রাম্ম সেগুলো অবান্তর হয়ে যায়, দেখার বিষয় হলো আপনি নিজেকে আপনার লক্ষ্যের বা ইষ্টের কাছে কত খানি সমর্পিত করতে পেরেছেন। যদি ভক্তি থাকে তবে আপনি যেকোনো মানুষ কে ভগবানের আসন দিতে পারেন, শুধু ভক্তি প্রয়োজন , ছোট বড় বিচার করতে গেলে আপনি নিজেকে ই ছোট করবেন। শ্রী শ্রী অশ্বিনী গোসাই কখনো ভাবার সময় পান নি যে তাঁর ভগবান কত শক্তিশালী ,অন্যের থেকে কত খানি আলাদা ,হরিচাঁদ এর পূর্ব পুরুষ হিন্দু না ব্রাম্মন ,রামের ,কৃষ্ণের থেকে ছোট না বড় ,আসলে কেউ যদি শুদ্ধ ভক্ত হয় তবে তো ইষ্টের নামে চোখের জল মুছতে মুছতে তার দিন কেটে যায় ।তবে হিন্দু ধর্ম থেকে মতুয়া মতবাদ কে আলাদা ধর্ম হিসেবে তুলে ধরার মতো মানসিকতা হলো অসাম্যবাদের একটি মডেল।
Read Moreঅসহায় দূর্গা - দূর্গার দুর্গতি !
দূর্গা সহায় কথাটিকে কি ঘুরিয়ে অসহায় দূর্গা বলে ভাবা যায় ? উদার সনাতন ধর্মের ভগবান কে তাহলে শক্তিহীন , উপেক্ষিত বলে ভাবার অবকাশ রয়েছে ?
Read Moreজ্যোতিষ ও তন্ত্র যোগ
জ্যোতিষ ও তন্ত্র সম্পর্কিত সংশয় ও ভুল ধারণা গুলো নিরসন করার জন্য কিছু মডেল প্রশ্নের মাধ্যমে স্বচ্ছ ও ছোট উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করানো হয়েছে। পাঠক গণ বিষয় গুলো চর্চা করলে নিশ্চই উপকৃত হবেন বলে আশা রাখি .
Read Moreদ্বিতীয় ভগবানের সৃষ্টিকর্তা
ভাগাড় থেকে গোমাতার পঁচা মাংস খেয়ে কাক অবাধে মন্দিরের চূড়ায় বসে শক্তিরূপেণ তথা মাতৃরূপেণ দেবীর ক্রিং ক্রিং মন্ত্র জপ করে যেতে পারে কিন্তু ভাগাড় থেকে আসা মানুষ ( তথাকথিত দলিত শ্রেণী ) মন্দিরে প্রবেশ করা তো দূরের কথা মন্দিরের দেবতা দর্শন করতে পারে না।
Read MoreOthers
বলিউডের অন্ধকার
শুধু উনি নন আরো এরকম আছে বলিউডে যারা সুশান্তের মতো জীবন কে নিরুৎসাহিত ও নিভিয়ে দিতে প্ররোচিত করেন।এরকম তারকা মেকার হেলদি জিনিয়াস কে নিয়ে খেলা করেন ,মজা করেন। নারী হলে হয়তো বিছানায় সেলামি দিতে হয় আর পুরুষ হলে হয়তো তাদের পায়ে সেলামি দিয়ে বলিউডে র এন্ট্রি টিকিট কিনতে হয়। তারা মনে করেন বলিউডে এন্ট্রি নিতে গেলে কোন পাস দরকার আছে - প্রতিভার কদর তারা করেন না তবে তাদের কদর যে প্রতিভা করতে পারবেন তিনিই পাস্ এন্ট্রি পাবেন , তবে মিস্টার করণ শুধু সুশান্ত সিংহের ক্ষেত্রে নয় বিতর্কিত রানু মন্ডলের ভাইরাল হয়ে গান নিয়ে , তার প্রতিভা নিয়ে তিনি ঋণাত্মক মন্তব্য করেছিলেন - হয়তো রানু পাগলী বলে হয়তো রানু দির মতো পাগলী সেলামি দিতে পারবে না বলে কোনো ইন্টারেস্ট তাদের থাকেনা এদের প্রতি।
Read Moreপূজা-ভোগী দেবতা ?
যতবার প্রাকৃতিক বিপর্যয় বা মহামারী পৃথিবীতে এসেছে তার প্রত্যেকবার ই কিছু যুক্তিবাদী মানুষ প্রশ্ন তুলেছেন যে সারাজীবন এতো পূজা নেওয়া দেবতা কেন এই বিপর্যয় কেন রক্ষা করে না। মানুষের মতো দেখতে যে প্রতিমার পূজা করা হয় তারা কেন নিশ্চুপ থাকে ?
Read Moreইকোনোমিস্ট যখন কমিউনিস্ট
যখন বৃষ্টি জমা জলের গর্ত ওয়ালা রাস্তা দিয়ে গাড়ি চলে তখন পথিকের গায়ে কাদা ছিটে যেতে পারে ,তখন গাড়ির পিছনে চিৎকার না করে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা ভালো। জ্ঞানের আলো চিরন্তন হলেও অন্ধকার রাস্তা কখনো কখনো ক্ষণস্থায়ী মোমবাতির আলো দিয়ে আলোকিত করতে হয়। তিনি হয়তো জ্ঞানের আলো কেই সর্বদা প্রযোজ্য বলে মনে করেছেন।
Read Moreনিগৃহীতা
তোমার সৃষ্টি আর আমাকে নিয়ে যেদিন দর কষা কষি হয়ে গেলো সেদিন বুঝলাম ভগবান ও কেন তার সৃষ্ট দানব কেও তার নিজের হাতে মারতে পারে না ,সেই বিষ বৃক্ষ উৎপাটন করতে গেলেও ভগবান কে ও পরিবর্তিত হয়ে ভিন্ন ভাব ও ভিন্ন রূপ অর্জন করতে হয় ,তারপর তাকে ধংস করা যায়। ব্রম্ম্হা কখনো নিজের সৃষ্টি ধ্বংস করতে পারেনা ,ধ্বংস করতে হলে তাকে রুদ্র রূপ নিতে হয়। আমার আকুল আবেদনে ,চোখের জলে তুমি দয়া না করে বিরক্ত হয়ে উদ্যত হয়েছিলে তোমার স্বকীয় জগৎ ধ্বংস করতে কিন্তু তোমার রূপ দেখে আমি এতো ভীত হয়ে গেলাম যে তোমার পরিবর্তিত ভাব দেখে আমি চেতনা হারাতে বসলাম,কি বিচিত্র হতে পারে নারীদের রূপ ! রাধিকা থেকে ছিন্ন মস্তা হয়ে গেলে নিমিষে ,আগে আমার সাথে নিজের সম্পর্ক এ ছিন্ন করে তারপর তোমার সৃষ্টি কে ছিন্ন করতে উদ্যত হলে
Read Moreগদিতে ইঁদুরের আমন্ত্রণ
এক মুহূর্তে সব বাণিজ্যিক চুক্তি বয়কট বা বন্ধ করার মানে হলো দ্রব্যমূল্য অসম্ভব আকারে বৃদ্ধি হওয়া যার মানে হলো সরকারের সোফার গদি তে ইঁদুর কে স্বেচ্ছায় আমন্ত্রণ করা ,এতে গদি থেকে উঠে তো যেতেই হবে তারপর ও এই ইঁদুর গদি তে বসে থাকা ব্যক্তির যে হাল করবে তা পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই ক্ষত - দাগ থেকে যাবে তাতে পরবর্তী নির্বাচনে মুখ দেখাতে পারবে কিনা সন্দেহ। আর তাই ভারতের সকল সরকার গদিকে এতো ভালোবেসে গেছে , তবুও তাদের মনে হয় গদি কে আরও ভালোবেসে যেতে পারলে ভালো হতো, এই প্রাকটিক্যাল কারণে চীনের সাথে সেই প্রথম সংঘাতের পর থেকেও কেউ এই চায়না উৎপাদনের জরায়ু নাড়ি কাটতে চায়না।
Read Moreদলত্যাগী নেতা
কৌরবদের দল থেকে যদি পিতামহ ভীষ্ম বেরিয়ে যেতেন তাহলে যুদ্ধই হতো না তাই সেই মহাভারতের মতো ভীষ্মের প্রতিজ্ঞা বর্তমান ভারতের কোনো নেতার করা উচিত না, দল যাই করুক না কেন আমি দল ছাড়বো না -এই প্রতিজ্ঞা বিধ্বংসী যা দেশ বা জনজাতির কল্যাণে হুমকি স্বরূপ। একজন নেতার আসল পরিচয় হলো তিনি দেশের জাতির সেবক কোন দলের নেতা তিনি এটা তার কেয়ার অফ মাত্র। তাই দলনীতি থেকে দেশ নীতি কে বড় করে কেউ যদি জনগণের পরিষেবা কে আরো মানোন্নত করতে পারেন তবে জনগণ নেতাকে দল পরিবর্তনের কর্ম স্বাধীনতা দিতেই পারে ,সর্বোপরি ৫ বছর পর তো নেতার পরীক্ষা দিতে হয় জনগণের কাছে।
Read MoreSUBSCRIBE
find us on facebook
ARTICLES
ABOUT
quotes
কাকে বিশ্বাস বা ভরসা করা উচিত ?
comments
এরকম গল্প যে কেউ লিখতে পারে , পৌরাণিক শাস্ত্র কেউ একজন লিখেছেন ,আর সেই লেখক নিশ্চই কাউকে হিরো বা সাইড হিরো বানাবেন তাই তার লেখা কে প্রমান হিসেবে ধরবো না , আপনার উপলব্ধি ,আপনার দর্শন ই আপনাকে বা আপনার ভগবান কে বড় করে , যে ভক্ত যত কোমল তার ভগবান তত বড় http://abhaykantho.com/single-rs.php?slno=44
by anirvan bala
sir, manuser jonmno-punorjonmo nia kichu bolen.
by suvam
ধ্যানে সিদ্ধ হতে গেলে চোখ পুরো মেলে দিলে হবে না ,চোখ কে কিছুটা বন্ধ করে রাখা ই লাগে ,তদ্রুপ আমি যদি সব কিছু দেখতে যাই তাহলে আমার লক্ষ্যে দৃষ্টি দিতে পারবো না ,আমি কত টাকা ইনকাম করি সেটা দেখার নয় ,আমি কত কম খরচ করি সেটাই দেখার , ধন হচ্ছে পার্থিব সম্পত্তি ,তাই এটাকে অর্জন করতে গেলে সাময়িক ভাবে পার্থিব অবগুন গুলোর ধারক যেমন- মিতব্যয়ী ,আত্মকেন্দ্রিক ,স্বার্থপর , সহানুভূতি হীন ,কৃপণ ব্যক্তির চরিত্রে অভিনয় করতে হবে ,আর এই দক্ষ অভিনেতা ই পারে ধনী হতে , বেশি উপার্জন কারী ব্যক্তি ই ধনী হবে সেটা নিশ্চিত নয়। Liablities এর বিপরীত হচ্ছে Properties অর্থাৎ দায় এর বিপরীত হচ্ছে সম্পত্তি ,যার যত দায় দায়িত্ব বেশি তার সম্পত্তি ততই কম হবে , দেখা যায় পৈতৃক সম্পত্তি নিয়ে যারা ধনী সেও যদি বেশি দায়ের মধ্যে থাকে তার পৈতৃক জমিদারি নিঃশেষ হয়ে যায়।
by admin admin
Why do we use it? It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using Lorem Ipsum is that it has a more-or-less normal distribution of letters, as opposed to using 'Content here, content here', making it look like readable English.
by aman
Why do we use it? It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using Lorem Ipsum is that it has a more-or-less normal distribution of letters, as opposed to using 'Content here, content here', making it look like readable English.
by Aman
Why do we use it? It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using Lorem Ipsum is that it has a more-or-less normal distribution of letters, as opposed to using 'Content here, content here', making it look like readable English.
by Howrah