পরকীয়তার সংক্রমণ

একটা সময়ে যাত্রা মঞ্চে দেখা যেত সাহসী স্বল্পবসনা মেয়েদের উদ্দাম নাচ তখন আমরা ওদেরকে নির্লজ্জ বলে মনে করতাম ,কিন্তু এখন দেখা যায় সব ঘরে বসে। স্যাটেলাইট চ্যানেলের সিরিয়ালের কলা কুশলীরা ঠিক সেই রকম নির্লজ্জ , হাই মেকআপ আর হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে ইনডোর সেট এ থেকে চক্রান্ত ,সন্দেহ ,পারকীয়তার সংক্রমণ ঘটাচ্ছে এই সমাজে। সরল মন কেও বিষিয়ে দেবার একরকম সাইকোলজিকাল প্রসেস হলো এসব সিরিয়াল। বিশ্বস্ত ব্যক্তি কেও তার মনে ঘুন ধরিয়ে দিতে জুড়িনেই এরকম গল্পহীন সিরিয়ালের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তবুও কিছু মেয়ে মানুষ এগুলো দেখে ,কারণ তারা উস্কানি পায়। একজন মহিলার স্বামী তার বাড়ির কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে কিনা , বাইরে অফিসে অবৈধ প্রেমে পড়েছে কিনা ,মহিলাটার ননদ বা শাশুড়ি মিলে সিরিয়ালের মতো কিছু করছে কিনা ,এসব টপিক একটা দুর্বল মনের মহিলা কে অবশ্যই আকৃষ্ট করবে। ওই মহিলার হাত থেকে টিভি- রিমোট নিতে পারবেন না ,কারণ মহিলা টি চায় নিয়ন্ত্রণ ক্ষমতা তার হাতেই থাক। আমাদের উপমহাদেশে এই রকম Women Psychology বেশি রকম পাওয়া যায় তাই এখানে এসব সিরিয়ালের বাজার বেশি। আপনি কারো নির্লজ্জতায় লজ্জা পেলেও কেউ কিন্তু আপনার পাশে থেকে দারুন উপভোগ করছে এসব সিরিয়াল। আমাদের সবার জানা - দুর্বলতার সুযোগ সবাই নেয় আর মহিলাদের দুর্বলতার সুযোগ কর্পোরেট দুনিয়া নিচ্ছে। সম্ভাব্য বিক্রয়যোগ্য বিষয়-বস্তুর প্রতি পছন্দ বা আসক্তি ই ক্রেতার দুর্বলতা। সিরিয়াল বন্ধ করতে গেলে আগে ক্রেতার দুর্বলতা বন্ধ করতে হবে , সমাজকে পরিবর্তন করবার ক্ষমতা একার কারো নেই ,ক্ষমতা আছে নিজেকে পরিবর্তন করবার , জঙ্গল না থাকলে বাঘ থাকে না , নিজের চারপাশ ,পরিবেশ যদি পরিষ্কার থাকে তবে মশা জন্ম নিতেই পারে না ,মশা মারবার তো প্রশ্নই আসে না ,কিন্তু আমরা মশা মারার কয়েল কিনি , কোটি কোটি টাকার পণ্য দেশের মশা মারতে খরচ হচ্ছে ,কিন্তু ১০০ টাকা খরচ করে আমাদের অট্টালিকার চারপাশের নালা পরিষ্কার করতে কার্পণ্য করি। সমাজের পরিবর্তন হয় তখন ই , যখন নিজেদের মধ্যে থাকা অভ্যাস ও চিন্তার পরিবর্তন হয়। সিরিয়াল বন্ধ করা কিভাবে সম্ভব ? এটা কোনো সরকারি প্রোডাক্ট নয় যে হরতাল ,ধর্মঘট ,অনশন করলে সরকার থামিয়ে দেবে তবে চ্যানেল এ সার্ভিস দেয় কোম্পানি কারণ আমরা তা ক্রয় করি , তারপর ও কিন্তু টিভি রিমোট থাকে আমাদের হাতে ,নিজেদের মন কে ঘোরানোর অধিকার বা ক্ষমতা আমাদের নিশ্চই আছে ,সেটা প্রয়োগ করলেই সিরিয়াল বন্ধ করা যাবে।
leave a reply
Your email address will not be published. Required fields are marked *