• Connect Us

  • Share Us

 | 

Others

চামড়ার চাকু

হ্যালো ,সুনয়নী তোমাকে বলছি ,শুনতে পাচ্ছ ?আমি বারান্দায় থেকে বলছি ,প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে ,শুনতে হয়তো অসুবিধা হবে কিন্তু আমার নম্বর ব্লক করে রেখেছো ,দুই মাস মাস ধরে কথা বলতে পারছিনা ,তাই ভয়েস মেসেজ অন্য আইডি থেকে পাঠালাম ,এটা নির্দিষ্ট করে শুধু তোমার জন্য, এই গ্রহের আর কারো জন্য নয় ,এটা শুধু তোমার। যারা শোনা কথায় বিশ্বাস করে -গঙ্গায় ডুবে মরে , যারা রূপের প্লাবনে হাবুডুবু খায় - যারা বাইরে তাকায় , ভিতরে নয় , তাদের মধ্যে আমি ও একজন অন্ধ প্রেমিক। রাতের অন্ধকারে যেদিন ট্রেনে গলায় চাকু রেখে আমার থেকে সাতশো টাকা ছিনতাই করে নেয় ডাকাতেরা ,সেদিন পকেটে টাকা বেশি না থাকায় তারা আমাকে গালি দিয়ে ছেড়ে দেয় ,আমি বলেছিলাম -' এর জন্য এতো দামি চাইনিজ চাকু বের করতে হতো না ,থ্যালাসেমিয়া ডোনেশনের নাম করে চাইলে ই দিয়ে দিতাম। '' এরকম কথা শুনে তুমিঐ পরিস্থিতিতেও হাতে মুখ লুকিয়ে হেসেছিলে। তুমি তখন ট্রেনে বসে থাকা আমার সহ যাত্রী ,তুমি সব দেখছিলে আমার ,পরবর্তী পরিচয়ে তুমি নিজেকে সৎ কিন্তু অসহায় বোঝাচ্ছিলে ,তবু আমি নিজেও অসহায় থেকে তোমাকে সহায় দিলাম ,সম্বল দিলাম ,সেই থেকে আজ পর্যন্ত তোমার সাথে পাঁচ টি বছর পেরিয়ে দিলাম ,তুমি তো খুব সৎ ছিলে ,তোমার বন্ধু বা ফেইসবুক কিছুই দরকার হতো না ,আমি থাকতে নাকি তোমার এসব দরকার হয় ও না ,কিন্তু শেষে ,অবশেষে একদিন তোমার একটা বন্ধু দাদা বের হলো ,পরেশ দাদা , পরেশ দাদার সাথে আমার পরিচয় ঘটা করে করে দিয়েছিলে তবে তার কিছু ফেইসবুক আইডি ছিল কিন্তু বন্ধুত্বের কোটা শেষ হয়ে যাবার কারণে তার ফ্রেন্ড না হয়ে ফলোয়ার হয়েছিলাম। কিছুদিন না যেতেই এক মধ্যরাতে পরেশ দাদার আইডি তে দেখি আমার প্রেমের সমাধি ,স্বপ্ন না বাস্তব বুঝে উঠতে পারলাম না - ফটো স্টেটাস এ দেখি তোমাদের শুভ বিবাহ। সঙ্গে সঙ্গে তোমাকে ফোন। ....প্রত্যাশিতভাবেই তোমার ফোন বন্ধ পেলাম ,আমার গলা ,মুখ ,ঠোঁট সব শুকিয়ে এলো ,হয়তো ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছিলো তাই চোখে ঝাপসা দেখলাম ,ঝাপসা চোখে ভেসে এলো চাইনিজ চাকু দিয়ে লুট হবার কথা ,আমাকে তারা গালি দিলেও মুক্তি দিয়েছিলো আমার টাকা ছিলোনা বলে ,কিন্তু তুমি আমাকে গালি দাওনি বরং অনেক বছর ধরে আদর করে ,যত্ন করে চামড়ার চাকু দিয়ে ডাকাতি করে গেলে। কি নিষ্ঠুর ,নির্লজ্জ তুমি নিজেই নিজের চামড়া ব্যবসায়ী ,দেখেছি পশুর চামড়া দিয়ে ব্যবসা হয় তবে সেই পশু মৃত্যুর পর ,কিন্তু কি অদ্ভুত তুমি,তুমি তোমার জীবদ্দশায় নিজেই নিজের চামড়ার বাণিজ্য করে গেলে।তোমার ট্যালেন্টের তুলনা হয়না , তবে তোমার এই চাকু খানা কে যত্ন করে রেখো যাতে ধার বেশিদিন থাকে  কিন্তু আশা করি পরেশ দাদা কে ডাকাতি করবে  না ,তবে চাইনিজ চাকু দিয়ে ট্রেনে লুট হবার তারিখ টা আমার আজ মনে নেই, কিন্তু আজকে চামড়ার চাকুর ডাকাতির ৯ ই ফেব্রুয়ারী আমার আজীবন মনে থাকবে।বিশ্বাস হলো ঝুঁকি ,তোমাকে ভালোবাসা ছিল যন্ত্রনা ,আমার আবেগ করলো ক্ষতি ,তোমার হাসি তে ছিল, শুধু ছলনা।    

leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Your Name (required)

Email (required)

This email is not valid

Mobile No (required)

Thanks for commentining us.

Some issue during.......