• Connect Us

  • Share Us

 | 

Others

পুলিশের প্রিয়তমা

হ্যা স্যালুট তোমাকে  কারণ তুমি তো পুলিশ। তুমি রাত জেগে দেশের ভালো চাও আর আমি রাত জেগে তোমার ভালো চাওয়ার প্রার্থনা করি। মধ্যরাতের পর তুমি আসতে কখনো ঘরে ,তবে দরোজার কড় কড় আওয়াজ কোনোদিন ই আমার ঘুম ভাঙতে পারেনি কারণ বিয়ের পর একটি রাত ও তোমাকে ছাড়া চোখে ঘুম আসে ই নি । তুমি রাত জাগো ফাঁকা রাস্তায় ,শুনশান এলাকায় ,আমি রাত জাগি একা বিছানায় ,তোমার কাছে খস খসে রাস্তা হয়ে ওঠে বীরত্ব আর গর্বের প্রতীক আর আমার কাছে এই একাকী বিছানা হয়ে ওঠে খস খসে রাস্তা তাই  কখনো ছাদে গিয়ে  জোৎসনার সাথে ,কখনো চাঁদের সাথে মনের  কথা বলি। মনের ভালোবাসা কিংবা শরীরের হরমোন এসব যেন একটা বিলাসিতা  হয়ে যায় পুলিশের প্রিয়তমা হয়ে গেলে । তবে  আমি ও পুলিশ তাই নিজেকে নিজে পাহারা দিই , নিঝুম রাতে ঘুম হীন চোখে তোমার বুটের খট খট শব্দের প্রতীক্ষায় রজনী যায়। ছাদ থেকে দেখি এক রোজকার ঘটনা - ঘরে আসতে না আসতেই তোমার গাড়ি ঘুরে যায় আবার উল্টো পথে। তুমি দুর্বার সৈনিক , তুমি দুর্নিবার তোমাকে স্যালুট। তুমি দেশের জন্য ,দেশ কে তুমি অনেক দিয়েছো ,দেশ ও তোমাকে অনেকে সম্মান - সম্বর্ধনায় ভরিয়ে দেয় তাই তুমি রমণীর রমন ছাড়া এখনো বেঁচে আছো ,নির্লিপ্ত কন্ঠে সাংবাদিক বৈঠকে বাইট দিতে পারো কিন্তু আমি না পেলাম তোমার ভালোবাসা না পেলাম দেশের ,কি হবে আমার বাঁচার অবলম্বন ? তোমার  সাহস আর ত্যাগের কথা প্রবল আলোচিত ,তোমার ত্যাগ নিয়ে চারিদিকে মুখরিত ,সম্বর্ধনায় তুমি গর্বিত  কিন্তু কোনো সম্বর্ধনায় দেশ জানতে পারেনা - আমিও পুলিশ ! আমি ও হারিয়েছি অনেক, বিসর্জন দিয়েছি আমার  ভালোবাসা নামক বিলাসিতা কে   ,আমি ও  রাতে রাতে হারাই আমার স্ত্রী সত্তা কে। কখনো কখনো সহ্য করতে পারিনি , মা বাবার অমতে বিয়ে করেছিলাম তোমাকে ,তোমার ভয়ে মা বাবা আমাকে তোমার বাড়ি  থেকে নিয়ে যেতে ও আসেনা ,আমিও লজ্জায় দুঃখে  মুখ ফুটে বলার চেষ্টা করিনি - নিজেকে খুব  অবাঞ্চিত ও একা লাগে। তুমি জানোনা  কাকে ডিপ্রেশন বলে, কেন মানুষ অট্টালিকা আর  প্রাচুর্যে থেকেও আত্মহত্যা করে আর যদি কেউ আত্মহত্যা করেও তবে তার বাড়ির মানুষ কে তুমি ধরে নিয়ে আসো কারণ তুমি পুলিশ। সবার থেকে জেনে নাও  আত্মহত্যার কারণ কিন্তু বুঝতে পারলে না তো  কিছুই ,অনুভব করতে পারোনি কোনোদিন যে আমি কতবার আত্মহত্যার সংকল্প থেকে ব্যর্থ হয়েছি। আমার এই সংকল্প কে বার বার ব্যর্থ করেছে আমাদের  সদ্যজাত পুত্র  সন্তান।  ও যেন বলে ওঠে -  মা, আমি তোমার জন্য ,আমার বাবা দেশ প্রেমিক আর আমি মাতৃ প্রেমিক   তবে যেহেতু আমি ও পুলিশ তাই আমার সন্তান কে রক্ষার্তে ও আমার মৃত্যু সংকল্প ভেঙেছি। আমি ও পুলিশ কিন্তু সরকারি নই তাই দেশ জানতে পারেনি আজ ও আমার হারিয়ে যাওয়া সত্তা।

leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Your Name (required)

Email (required)

This email is not valid

Mobile No (required)

Thanks for commentining us.

Some issue during.......